আজকের শিরোনাম :

চলমান অভিযান সব আইন অমান্যকারীর বিরুদ্ধে : স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৬ | আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চলমান অভিযান শুধু ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সবার বিরুদ্ধে এই অভিযান। যারা অনৈতিক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬ তম বিসিএস (আনসার) কর্মকর্তাগণের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে যতটা এগিয়েছে, সে ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সে জন্য অপরাধী জনপ্রতিনিধি কিংবা কর্মচারী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্যারেড পরিদর্শন শেষে তিনজন কৃতী প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ