আজকের শিরোনাম :

তেজগাঁওয়ে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৬ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৩

রাজধানীর তেজগাঁও এলাকায় বকেয়া বেতনের দাবিতে রাস্তা অবরোধ ও বিক্ষাভ করছেন নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের ফলে মগবাজার-মহাখালী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাতরাস্তা সড়কটি দখলে নিয়ে তারা বিক্ষোভ করছেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক  জানান,  বকেয়া বেতন ও ভাতার দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছি, পাশাপাশি মালিক পক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।

তিনি বলেন, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত থেকেই শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল। রাতে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল।  কিন্তু সকালে তারা আবারও সড়কে জড়ো হয়েছেন।

তেজগাঁও শিল্পাঞ্চলের (ট্রাফিক) সহকারী কমিশনার জানান, দুই পাশের সড়ক বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ