আজকের শিরোনাম :

সারাদেশে ডেঙ্গু রোগী কমেছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ১৭:৪৪

সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। হাসপাতালগুলোতে রোগী ভর্তিও হচ্ছে কম। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের বিনামূল্যে পরীক্ষাসহ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) ভোরে ময়মনসিংহ মেডিকেলে শিশুটি মারা যায়। কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ সদর উপজেলার শিকারিকান্দা এলাকার আরিফ আহমেদের ৫ মাস বয়সী ছেলে জারিফ। অবস্থার অবনতি হলে তাকে আইসিউ সেবা দিতে রাজধানীর শিশু হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে আজ সকাল ৫টার দিকে আইসিইউতে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মাত্র ৫ মাস বয়সী ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা ও মা।

এদিকে, সিরাজগঞ্জে সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত জেলায় ৫শ' ৪ জন আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৪৪৪ জন।

দক্ষিণের জেলা পটুয়াখালীতে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুক্রবার ১৮ জন নতুন রোগী ভর্তি হলেও এর আগের দিন আক্রান্তের সংখ্যা ছিলো ২৬ জন।

গাজীপুরে কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০ জন নতুন রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

উত্তরের জেলা রংপুরে কমেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। রংপুর মেডিকেলে গত ২৪ ঘণ্টায় ৬ জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন। 

তবে ফরিদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৬০ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ