আজকের শিরোনাম :

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৯, ২০:২৫ | আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২১:৪৮

ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। রাত সোয়া নয়টার পর তিনি ঢাকা পৌঁছান। 

চলতি বছরের মে মাসে ভারতের ৩৮তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বাংলাদেশ সফর। গুড উইল ভিজিট হলেও জয়শঙ্করের তাৎপর্যপূর্ণ এই সফরে বাংলাদেশ-ভারত সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে। 

আগামী অক্টোবরের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করবেন তিনি। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জয়শঙ্করের বাংলাদেশ সফর বিষয়ে জানিয়েছে, ঢাকা-দিল্লি বিদ্যমান সম্পর্ক আরো শক্তিশালী করাই তার সফরের লক্ষ্য। সফরে অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশ, কানেক্টিভিটি, রোহিঙ্গা সংকট এবং যৌথ নদীগুলোর পানির বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে। আলোচনায় তিস্তার পানিবণ্টন চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলোও স্থান পেতে পারে। তাছাড়া দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য তথা রাজনৈতিক সম্পর্ক জোরদারই তার সফরের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ