আজকের শিরোনাম :

জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় জঙ্গি দমন সম্ভব হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ২০:৩২

সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় জঙ্গি দমন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় ভবিষ্যতে এদেশে আর কোনো জঙ্গির উত্থান ঘটবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বিদেশ থেকে কোনো জঙ্গি আসেনি। এইগুলো আমাদের দেশেরই জঙ্গি। এদের থেকে আমাদের দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের বাবা-মাও ফিরিয়ে দিয়েছে। সরকার এই ব্যাপারে শক্ত অবস্থানে রয়েছে, জঙ্গি উত্থানে আর কোনো সম্ভাবনা নেই।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ