আজকের শিরোনাম :

রাজধানীতে পুরোদমে চলছে কোরবানির বর্জ্য অপসারণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০১৯, ১৩:৩০

গতকাল ছিল ঈদুল আজহা। সকালে নামাজ পড়েই রাজধানীর দুই সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশু জবাই শুরু হয়। এরপর শুরু হয় পরিচ্ছন্নতাকর্মীদের কাজ। এখন বেশ জোরেশোরে চলছে বর্জ্য অপসারণ কাজ। ইতোমধ্যেই বেশ কিছু এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে। 

২৪ ঘণ্টার চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে কোরবানি পশুর বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। সোমবার (১২ আগস্ট) ঈদের দিন সকাল থেকেই বিচ্ছিন্নভাবে পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। তবে দুপুর ২টার পর থেকে থেকে পুরোদমে শুরু হয়েছে এ কার্যক্রম।

ঢাকার দুই সিটি মিলে বর্জ্য অপরাসণে কাজ করছেন ১৪ হাজার পরিচ্ছন্নতাকর্মী। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণ করবেন তারা। 

এবিএন/নির্মল/জসিম/এনকে

এই বিভাগের আরো সংবাদ