আজকের শিরোনাম :

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৩২৬

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০১৯, ১৮:৫৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২৩২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব বড় আকারে দেখা দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারাবিশ্বেই এখন ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ফিলিপাইনে ৬০০ জন মারা গেছেন ডেঙ্গুতে। অন্যান্য দেশেও লাখ লাখ লোক আক্রান্ত হচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশক্তি দিয়ে ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত রেকর্ড ৩২ হাজার ৩৪০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য সরকারি খাতায় নথিভুক্ত হয়েছে। এ পর্যন্ত ২৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ