আজকের শিরোনাম :

‘পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১৭:২৩

কোরবানির পশুবাহী ট্রাক রাস্তায় থামিয়ে চাঁদাবাজির খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (০৫ আগস্ট) ধানমন্ডির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। 

আসাদুজ্জামান খান কামাল বলেন, এবার প্রতিটি পশুবাহী গাড়িতে নির্দিষ্ট হাটের নাম লেখা স্টিকার লাগানো থাকবে, কেউ ইচ্ছা করলে সেই হাট ছাড়া পশু নামাতে পারবে না।

তিনি বলেন, প্রাণীবাহী পণ্য কোথাও থামিয়ে চাঁদাবাজি করা যাবে না। পশুবাহী গরু রাস্তায় না থামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ