আজকের শিরোনাম :

সিএমএইচে নিতে খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১৫:০৯ | আপডেট : ১২ জুন ২০১৮, ১৫:১৯

ঢাকা, ১২ জুন, এবিনিউজ : চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সরকার চায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি হাসপাতালে তাকে চিকিৎসাসেবা দেওয়া হোক।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

আজ খালেদা জিয়ার ছোট ভাই শামিম ইস্কানদারের চিঠি নিয়ে উপদেষ্টা বিজন কান্তি সরকারসহ দুই চিকিৎসক দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এসময় তারা খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিৎসার জন্য অনুরোধ জানান।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার পক্ষে দুজন এসেছিলেন আমার কাছে। আমার সঙ্গে দেখা হওয়ার আগেই একটি পত্র দিয়েছেন। আমরা তাকে জানিয়েছি, বালাদেশের সবচেয়ে সমৃদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যাব, কিন্তু তিনি সম্মত হননি। আমাদের আইজি প্রিজন অন্যান্য সরকারি হাপাতালে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। তাতে তিনি যদি সম্মতি প্রকাশ করেন, তাহলে সেটা আমরা দেখব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইজি প্রিজন বলেছেন, খালেদা জিয়া যদি সিএমএইচে যেতে চান সেখানে আমরা তাকে নিয়ে যাব, পরীক্ষা-নিরীক্ষা করব। মোট কথা আমরা সব ধরনের প্রচেষ্টা নিচ্ছি সরকারিভাবে যেটা সম্ভব। প্রাইভেট হাসপাতালটির চেয়েও সিএমএইচ হাসপাতাল অনেক সমৃদ্ধ। সেখানে অনেক বেশি বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আমরা সেই প্রস্তাব দেবো, তারপর তিনি (খালেদা জিয়া) যে প্রতিক্রিয়া জানাবেন, আমরা তা দেখব।’

নিজেদের খরচে ইউনাইটেড হাপাতালে চিকিৎসা করাতে চান খালেদা জিয়া এমন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ক্লিয়ারলি বলছি সরকারিভাবে সর্বোচ্চ যেখানে যাওয়া যায় সেই চেষ্টা করছি। আমি মনে করি তার সেখানে (সিএমএইচ) যাওয়া উচিত।’

ইউনাইটেড হাসপাতালে আবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। সিএমএইচের মতো জায়গায় না যাওয়ার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। ইউনাইটেডের চেয়ে সিএমএইচ সুযোগ-সুবিধা বেশি।’

সিএমএইচে যদি খালেদা জিয়া যেত সম্মত না হন, তাহলে কী করা হবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তখন সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থা নেবো, কী করা যায়।’

খালেদা জিয়া ঈদের আগে মুক্তি পাবেন কিনা, কারাগারেই ঈদ করছেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোর্ট জানে, বিচার বিভাগ জানে। আমরা সব কিছুর জন্য প্রস্তুত রয়েছি।’

কারাগারে খালেদা জিয়ার জন্য বিশেষ কী ব্যবস্থা থাকবে জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘বিএনপির চেয়ারপারসন একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং একটি বড় দলের প্রধান হিসেবে তার জন্য বিশেষ ব্যবস্থা সব সময়ই  থাকে। ঈদেও থাকবে।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে খালেদা জিয়াকে সেখানে রাখা হয়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ