আজকের শিরোনাম :

খালেদা জিয়া বিএসএমএমইউতে যেতে রাজি নন : আইজি প্রিজন্স

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০১৮, ১২:২৫

ঢাকা, ১২ জুন, এবিনিউজ : কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হচ্ছে না। তিনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নিতে রাজি নন।

আজ সোমবার বেলা পৗনে ১১টার দিকে কারা অধিদফতরের মহাপরিদর্শক সাংবাদিকদের কাছে এ কথা জানান।

আইজি প্রিজন বলেন, আজকে (মঙ্গলবার) আমাদের প্রস্তুতি ছিল, বেলা ১১টার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তাকে নেওয়ার কথা ছিল। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি ছিল। কিন্তু তিনি যেতে অনীহা প্রকাশ করেছেন। তিনি ইউনাইটেড হাসপাতাল ছাড়া চিকিৎসা নেবেন না।’

আইজি প্রিজন বলেন, ‘আমি নিজেই গতকাল (সোমবার) গিয়ে উনাকে (খালেদা জিয়া) কনভিন্স করার চেষ্টা করেছি। আজ সকালেও চিকিৎসককে পাঠিয়েছি। উনি বলে দিয়েছেন, ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও যাবেন না।’

তিনি বলেন,  ‘উনি যদি  মত পরিবর্তন করেন, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাবো। তবে বিএসএমএমইউতে অনাস্থার কারণের বিষয়টি খালেদা জিয়াকে জিজ্ঞাসা করা হয়নি।’

আইজি প্রিজন বলেন, ‘কারাবিধি অনুযায়ী সরকারের হাইয়েস্ট যে রেফারেল মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল আছে, সেখানেই আমরা পাঠাতে পারি। সেখানে যদি কোনো পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকে, তা হলে প্রাইভেট হাসপাতালে করা যেতে পারে। এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা থাকলে নিয়ে যাওয়া যেতে পারে। কারাবিধি অনুযায়ী বিএসএমএমইউ সর্বোচ্চ।’

ইফতেখার উদ্দিন বলেন, ‘বেসরকারি হাসপাতালের বিষয়ে কারাকর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেবে না। তারা দরখাস্ত করবেন, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে পারি।’

সোমবার সকাল থেকে কারাগার এলাকায়, শাহবাগ, পিজি হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে খালেদা জিয়া পিজিতে যেতে অস্বীকৃতি জানানোর পর আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেয়।

তিনি একবার অসুস্থ হয়ে পড়লে গত এপ্রিলের শুরুতে তাকে একবার বিএসএমএমইউতে নিয়ে এক্স রে করানো হয়েছিল। 

গত ৫ জুন তিনি হঠাৎ করে কারাগারে ‘মাথা ঘুরে’ পড়ে গেলে তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে বিএনপি; তাকে দেখতে গত শনিবার কারাগারে যান তার ব্যক্তিগত ৪ চিকিৎসক।

খালেদার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে ধারণা করে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ইউনাইটেড হাসপাতালে নেওয়ার সুপারিশ করেন তারা। বিএনপিও তাদের নেত্রীকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ৫ম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকালে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি এখন সেখানেই আছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ