আজকের শিরোনাম :

এবার ডেঙ্গুতে মারা গেলেন পুলিশের এসআই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০১৯, ১১:২২ | আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১১:৩৪

ক্রমেই ভয়াবহ রূপ নেওয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার মারা গেলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) কোহিনুর বেগম (৩৩)।

মঙ্গলবার (৩০ জুলাই) দিনগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।

মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এর পর থেকে থেকে তাকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে তিনি মারা যান। 

দেশের ৬০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৩৫ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় ৫৫ জনের বেশি। গতকাল মঙ্গলবার নতুন করে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রী রয়েছেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ