আজকের শিরোনাম :

সৌদি আরব পৌঁছেছেন ৯৩ হাজার ৩৮৪ হজযাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০১৯, ১১:৩০

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ার লাইন্সের ২৬০টি হজ ফ্লাইটে ৯৩ হাজার ৩৮৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

রবিবার ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২৭ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ১৩৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১২৪টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

এর মধ্যে মোট ২৬০টি হজ ফ্লাইটে ৫হাজার ১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮ হাজার ৩৬৫ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন।

এ বছর প্রথমবারের মতো ঢাকায় বাংলাদেশ বিমান বন্দর থেকে সৌদি আরবের প্রিঅ্যারাইভাল ইমিগ্রেশন চালু করা হয়েছে। যার ফলে সৌদি আরবের বিমান বন্দরে পৌঁছে হজযাত্রীরা ইমিগ্রেশনের জন্য অপেক্ষা না করে সরাসরি বের হয়ে সহজেই গন্তব্যে পৌঁছতে পারবেন।

এবার ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।

২৯ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সিকে হজযাত্রীদের বিমান টিকিট ও ভিসা নিশ্চিত করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। এবার গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ আগস্ট। আগামী ১৭ আগস্ট হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে।

এ পর্যন্ত বিভিন্ন কারণে ২ নারীসহ ১৮ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৫ জন, মদিনায় ২ জন ও জেদ্দায় ১ জন হজযাত্রী ইন্তেকাল করেন।
খবর বাসস

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ