আজকের শিরোনাম :

বন্যায় ৭৫ জনের মৃত্যু : ত্রাণ প্রতিমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ১৪:০০ | আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৪:৪০

চলমান বন্যায় দেশের ২৮ জেলায় এ পর্যন্ত মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ৭৪ হাজার ৪১৫ জন এবং ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। 

আজ রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

৬ থেকে ৭ জুলাই সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘১০ জুলাই উজান থেকে নেমে আসা পানি ও দেশের ভেতরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। ক্রমান্বয়ে ২৮ জেলার বিভিন্ন এলাকা বন্যাকবলিত হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বন্যার পূর্বাভাসের পর আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। এ ছাড়া পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়।’

বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ বরাদ্দের তথ্য তুলে ধরে এনামুর রহমান বলেন, ‘প্রথম পর্যায়ে বিশেষ বরাদ্দ হিসেবে ২২টি জেলায় ৬ হাজার ৬০০ মেট্রিক টন চাল বরাদ্দ এবং ১ কোটি ২০ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছি ।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ