আজকের শিরোনাম :

সাভারে ধলেশ্বরীতে ডুবে যাওয়া ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ১২:০২ | আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৪:৩৫

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমণ্ডি আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থীর মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান, আজ বেলা ১১টার দিকে নামা গেন্ডা আকাশের লাশ উদ্ধার করেন তারা। পরে টুণ্ডা ব্রিজের নিচে তার সহপাঠী মেহেদী হাসানের (১৭) লাশ ভেসে ওঠে। 

আকাশ ব্যাংক টাউন পশ্চিম পাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে।

নিহতরা ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাদের আরেক বন্ধু রাজন (১৭) এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধলেশ্বরীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই ৩ বন্ধু। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে।
 
জানা যায়, গতকাল দুপুর ১২টায় আইডিয়াল কলেজের ১২ জন শিক্ষার্থী সাভারে ধলেশ্বরী শাখা নদীর বাড়ইগ্রামে নদীতে গোসলে নামে। একে একে সবাই সাতরে নদীর তীরে উঠলেও ওই ৩ জন উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দলকে খবর দিলে তারা নদীতে তল্লাশি চালিয়ে ওইদিন তাদের উদ্ধার করতে পারেনি।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ