আজকের শিরোনাম :

আঠারো বছরের মধ্যে এবারই ডেঙ্গু রোগী বেশি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ২১:১১

দেশে ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা দেয়ার পর আঠারো বছরের মধ্যে এবার সর্বোচ্চ ১০ হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শনিবার (২৭ জুলাই) বেলা চারটার দিকে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

দেশের ইতিহাসে সর্বোচ্চ ২০১৮ সালে ১০ হাজার ২০০ রোগী ভর্তির রেকর্ড ছিলো তবে তা ছিলো পুরো বছরের হিসাব। এদিকে চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙ্গে জুলাই মাস শেষ হতে না হতেই তা ১০ হাজার ৫০০ ছাড়িয়েছে। যার মধ্যে ঢাকার বাইরে ৩'শ ৭৩ জন।

এদিকে গত চব্বিশ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও আগের সব রেকর্ড ছাপিয়ে ৬৮৩ জন, যার মধ্যে ঢাকার বাইরে ১২৮ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ