আজকের শিরোনাম :

সাভারে ধলেশ্বরীতে নেমে ৩ শিক্ষার্থী নিখোঁজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০১৯, ১৫:০৪

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অসুস্থ অবস্থায় অপর এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন ব্রিজ এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখাঁজ হন ওই ৩ শিক্ষার্থী।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো- সাভারের পশ্চিম ব্যাংক কলোনির আকাশ, ঢাকার আগারগাঁওয়ে ষাট ফুট এলাকার মেহেদি ও তালতলার রাজন।

সাভার থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম ফায়েজ জানান, ১২ জন ছাত্র একই প্রতিষ্ঠানে একই শ্রেণিতে পড়ে। দেরি করায় আজ সকালে কলেজে ঢুকতে না পারেনি তারা। বন্ধুদের মধ্যে সাভারের বাসিন্দা আকাশ তার এলাকায় বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। অভিভাবকদের অজান্তে ১২ জন সকাল সাড়ে ১০টার দিকে সাভারে আসে। ১২ জনের মধ্যে ১১ জন নদীতে প্রায় পৌনে এক ঘণ্টা গোসল করে। ওই সময় স্রোতের টানে ৫ জন ভেসে যায়। অন্য ৬ জন কোনো রকমে পাড়ে উঠতে পারে। স্থানীয় লোকজন ভেসে থাকা ৫ জনের মধ্যে দুজনকে উদ্ধার করতে পেরেছে। অন্য ৩ জন এখনো নিখোঁজ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ