আজকের শিরোনাম :

মধ্যাঞ্চল ছাড়া ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৯, ১৭:২৩

আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।  অপরদিকে মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যমুনা নদী ছাড়া দেশের সকল প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-মধ্যাঞ্চলে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ২৪ ঘন্টায় কুশিয়ারা এবং দেশের দক্ষিণাঞ্চলের নদীসমূহ ছাড়া অন্যান্য সকল নদ-নদীর পানি সমতল হ্রাস পেতে পারে।

আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের ৩৬টি পয়েন্টে নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। ৫৪টি স্টেশনে হ্রাস পেয়েছে, ১৯টি পয়েন্টে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি সমতল অপরিবর্তিত রয়েছে ৩টি নদীর পানি।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ