আজকের শিরোনাম :

১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল নৌপথ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৯, ১৪:৫৩

ভাতা বাড়ানো, শ্রমিক নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছে দেশের সব নৌপথ।

ধর্মঘটের কারণে সারাদেশে লাইটার জাহাজ (ছোট আকারের পণ্যবাহী জাহাজ) চলাচল বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) থেকে পণ্য খালাসও বন্ধ হয়ে গেছে।

বুধবার (২৪ জুলাই) ভোর থেকে চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন নৌরুটের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা টার্মিনালে লঞ্চ না পেয়ে দুর্ভোগে পড়েন। বরিশালেও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বুধবার ভোর থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করেনি কোনো ধরনের যাত্রী ও পণ্যবাহী নৌযান।

চালক ও শ্রমিকরা জানান, দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্টকাল নৌযান ধর্মঘট চলবে। এর ফলে বরিশাল নদী বন্দরে নৌ যাত্রীরা পরেছেন চরম ভোগান্তিতে।

সকাল থেকে বন্ধ রয়েছে সব রুটের নৌযান চলাচল। অনেক নৌযান বরিশাল নদী বন্দর থেকে সরিয়ে নদীর বিভিন্ন স্থানে নোঙ্গর করে রাখা হয়েছে। ফলে বরিশাল থেকে ভোলা-লক্ষীপুর-বরগুনা-মেহেন্দীঞ্জ-হিজলাসহ বিভিন্ন রুটের যাত্রীরা পরেছেন ভোগান্তিতে। নৌ বন্দরে এসে বিকল্প পথ না থাকায় অনেক যাত্রী ফিরে যান। 

নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া জানান, ২০১৫ সালে শ্রমিকদের ১৫ দফা দাবি অমীমাংসিত থাকায় এবং ভাতা বাড়ানো, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ না হওয়ায় গত রাত থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এ ধর্মঘট পালন করা হচ্ছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ