আজকের শিরোনাম :

ভারত থেকে কোরবানির গরু আনায় নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৯, ০০:৫৩

আসছে ঈদুল আযহাতে ভারত থেকে কোরবানির গরু আনায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কোরবানির ঈদে সম্ভাব্য চাহিদার চেয়ে বেশি গবাদি পশু দেশেই রয়েছে বলে ব্যবসায়ী ও খামারিদের স্বার্থে ভারত থেকে গরু আনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারতীয গরু আসা বন্ধ থাকলে কোরবানির গরুর দাম চড়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার ( ১৬ জুলাই) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বেএক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়।

এবার ঈদে কোরবানির পশুর চাহিদা এক কোটি ১০ লাখ ধরে নিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা এর থেকেও আট লাখ বেশি রয়েছে। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার সারা দেশে কোরবানিযোগ্য ৪৫ লাখ ৮২ হাজার গরু-মহিষ, ৭২ লাখ ছাগল-ভেড়া এবং ৬ হাজার ৫৬৩টি অন্যান্য পশুর প্রাপ্যতা নিশ্চিত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আসন্ন ঈদুল আজহায় ১ কোটি ১০ লাখ পশু কোরবানি হতে পারে। গত বছর ঈদে কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ১৫ লাখ এবং কোরবানি হয়েছিল ১ কোটি ৫ লাখের মতো।

কোরবানির ঈদ চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ আগস্ট হতে পারে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ