আজকের শিরোনাম :

পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন ইমরান, নতুন প্রতিমন্ত্রী ইন্দিরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০১৯, ১৬:০০ | আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৬:৩৮

ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। ছবি-সংগৃহীত
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারিত হয়ে যোগ হচ্ছে নতুন এক মুখ, আরেক প্রতিমন্ত্রীকে পূর্ণ মন্ত্রী করা হচ্ছে।

আগামী শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের প্রশ্নে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুত, আগামী শনিবার  সাড়ে ৭টায় বঙ্গভবনে উনাদের শপথ হবে।’

জানা গেছে, মন্ত্রিসভার সদস্য হিসেবে যে দু’জন শপথ নেবেন, তারা হলেন- ইমরান আহমদ ও ফজিলাতুন নেসা ইন্দিরা। ইমরান আহমদ চৌধুরী বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে এবং সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা শপথ নেবেন প্রতিমন্ত্রী হিসেবে। 

গত ৩০ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা অর্জনের পর পর শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে চলতি বছরের ৭ জানুয়ারি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ