আজকের শিরোনাম :

ওমেন পুলিশ অ্যাওয়ার্ড পাচ্ছেন এক পুরুষসহ ১০ নারী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০১৯, ২১:৪১

বাংলাদেশ ওমেন পুলিশ অ্যাওয়ার্ডের জন্য এবার নয় জন নারী পুলিশের পাশাপাশি একজন পুরুষ পুলিশ সদস্যকে’ও মনোনীত করা হয়েছে। আর পুরুষ পুলিশ কর্মকর্তা হলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন। তাকে দেয়া হবে ‘প্রমোশন অফ জেন্ডার সেনসিভিটি’ অ্যাওয়ার্ড। 

আগামী ২৭ জুন সকালে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্ক আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত ১০ পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেবেন। অনুষ্ঠানে পুলিশের মহা পরিদর্শক জাবেদ পাটোয়ারীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে।
 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছর’ই বাংলাদেশে নারী পুলিশ সদস্যদের মধ্য পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে এ ধরনের পুরস্কার দেয়া হয়। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (অপারেশন) এবং অতিরিক্ত ডি আই জি (ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল অ্যাফেয়ার্স) ও অ্যাওয়ার্ড প্রদান সিলেকশন উপ কমিটির সদস্য সচিব সাঈদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ১০ জনের অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

বর্তমানে বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্কের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) আমেনা বেগম।

অ্যাওয়ার্ড প্রাপ্ত বাকি পুলিশ সদস্যরা হলেন, মেডেল অফ কারেজ ক্যাটাগরিতে অতিরিক্ত ডি আই জি-(র‌্যাব-৮) আতিকা ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, এক্সিলেন্স ইন সার্ভিস ক্যাটাগরিতে স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মাহফুজা বেগম, পিবিআইয়ের পুলিশ সুপার মিনা মাহমুদ। 

এছাড়া কাউন্টার টেররিজম ইউনিট ডিএমপি’র অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা লিজা, সিরাজগঞ্জ শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে বরগুনার জাগরণী নারী সহায়তা কেন্দ্র এসআই জান্নাতুল ফেরদৌস, জরুরী সেবা ৯৯৯ নিয়োজিত কনস্টেবল নুসরাত জাহান, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের ক্যাটাগরিতে এআইজি (হেলথ এন্ড এডুকেশন) তাপতুন নাসরীন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ