আজকের শিরোনাম :

৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে একনেকে ১১ প্রকল্প অনুমোদন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০১৯, ১৫:৫৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৮ হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, এই ১১টি (নতুন ও সংশোধিত) প্রকল্পে সরকারি অর্থায়ন হবে ৩ হাজার ৩৮৯ কোটি টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৫১ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ১১৩ কোটি টাকা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নেত্রকোনা-কেন্দুয়া-আঠারবাড়ী-ঈশ্বরগঞ্জ মহাসড়ক উন্নয়ন প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন ( প্রথম সংশোধনী) প্রকল্প, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  ‘ইনভেস্টমেন্ট কমপোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (দ্বিতীয় পর্যায়) প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের কুমিল্লা-চাঁনপুর- ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে- পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্প এবং প্রাণিসম্পদ উৎপাদন উপকরণ ও প্রাণিজাত খাদ্যের মান নিয়ন্ত্রণ গবেষণাগার স্থাপন (প্রথম সংশোধিত ) প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের খুলনা ৩৩০ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (প্রথম সংশোধিত ) প্রকল্প এবং শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, যথাক্রমে- রাসায়নিক গুদাম নির্মাণ এবং বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল ( প্রথম সংশোধিত) নির্মাণ।

একনেক সভায় উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি; শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন; স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব , এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সচিব এবং ঊর্ধতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সাংবাদিকদের ব্রিফ করার সয় পরিকল্পনামন্ত্রীর সঙ্গে ছিলেন, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ