আজকের শিরোনাম :

সকল দল চাইলে আগামী সংসদ নির্বাচনেই ইভিএম ব্যবহার : সিইসি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ২১:২০

পটুয়াখালী, ০৭ জুন, এবিনিউজ: প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা জানিয়েছেন, সব রাজনৈতিক দল চাইলে আগামী সংসদ নির্বাচনেই ইভিএম ব্যবহার করতে চাই। আজ বৃহস্পতিবার দুপুরে সিইসির নিজ গ্রাম পটুয়াখালীর বাউফলে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 কে.এম নুরুল হুদা আরও বলেন, ভোটার ও রাজনীতিবিদরা যদি দেখেন ইভিএম পদ্ধতিতে কোনো ত্রুটি নাই, তাহলে সকল এলাকায় না হলেও আংশিক এলাকায় ইভিএম পদ্ধতি চালু করা হবে।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এ বছরই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক ড. মাছুমুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ সাইদুল ইসলাম, মোস্তফা ফারুক, মো. মইনুল ইসলাম প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ