আজকের শিরোনাম :

রোহিঙ্গা পুনর্বাসনে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১৭:৫৩

ঢাকা, ০৭ জুন, এবিনিউজ : ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে নতুন খাত রোহিঙ্গা পুনর্বাসনে  প্রস্তাবিত বাজেটে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর, খাদ্য ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজন মেটাতে এই বরাদ্দ দেওয়া হচ্ছে।

সংসদে বাজেট পেশে অর্থমন্ত্রী বলেন, প্রায় ১১ লাখ রোহিঙ্গার খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের করা সরকারের বড় চ্যালেঞ্জ।  রোহিঙ্গাদের জন্য বরাদ্দ হিসেবে ৪০০০ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। এবং এডিবি থেকেও সমপরিমাণ বরাদ্দ পাওয়ায় সম্ভাবনা রয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কারণে গত ছয় দশক ধরে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৫ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠি। গত বছর এই নির্যাতন গণহত্যায় পরিণত হলে আরো ৮ লাখ রোহিঙ্গার ঢল নামে।

এই সংকটে, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি করলেও এখনো ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হয়নি। এদিকে, পাহাড়ের ঢাল ও পাদদেশে থাকা প্রায় ২ লাখ রোহিঙ্গা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকায়– তাদের নোয়াখালীর ভাসানচরে পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় সরকার।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ