আজকের শিরোনাম :

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০১৯, ২১:৩৯

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদের কবল থেকে মুক্ত রাখতে সবাইকে দোয়া করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে গণভবনে এক ইফতার মাহফিলে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জনগণের জীবনে শান্তি-শৃংখলা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।  তিনি বলেন, ‘আমরা চাই আমাদের সমাজ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদকমুক্ত থাকুক।’

বৃহস্পতিবার (২৩ মে) গণভবনে কূটনীতিক, উচ্চ আদালতের বিচারপতি, সামরিক-বেসামরিক কর্মকর্তাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী।

এতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিচারপতি, স্বশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ও প্রজাতন্ত্রের নীতিনির্ধারণী কর্মকর্তারা।

সবাইকে আগাম ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুবই দুঃখিত যে, বেশ কিছু বিদেশ সফর থাকায় ঈদে আমি দেশে থাকতে পারছি না। প্রথমে আমি জাপান যাবো, এরপর ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমি সৌদি আরব যাবো এবং সেখান থেকে আমি ফিনল্যান্ড যাবো।’

ইফতারের আগে দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।  

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ