আজকের শিরোনাম :

খিলগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ১২:০৮

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে ও মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় ২ ব্যক্তি নিহত হয়েছে।

নিহতদের একজন হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইয়ার চৌধুরী টুটুল (৬৫)। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। অপরজনের (৩২) পরিচয় জানা যায়নি।

গতকাল রবিবার দুপুরে খিলগাঁওয়ের বাগিচা পুলিশ ফাঁড়ি ও মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে বাগিচা পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়েন ইয়ার চৌধুরী টুটুল নামের এক বৃদ্ধ পথচারী। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে শামসুদ্দিন চৌধুরী রুবেল জানান, গতকাল বিকেলে হেঁটে খিলগাঁও নিউ কলোনি এলাকার বাসায় ফিরছিলেন তাঁর বাবা। বাগিচা পুলিশ ফাঁড়িসংলগ্ন রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পথচারীরা ইয়ার চৌধুরীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ইয়ার চৌধুরীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে গতকাল রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার আড়ংসংলগ্ন রাস্তায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাত মোটরসাইকেল আরোহী।

পরে মুমূর্ষু অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ