আজকের শিরোনাম :

বিমানের আহত যাত্রী ও ক্রুরা ঢাকায় পৌঁছেছেন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০১৯, ১০:৪১ | আপডেট : ১১ মে ২০১৯, ১১:১৪

ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে গত বুধবার ছিটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-০৬০’এর আহত ৪ যাত্রী ও ৬ ক্রু শুক্রবার রাতে ঢাকা পৌঁছেছে।

বিমানের একটি বিশেষ ফ্লাইট আহত যাত্রী এবং ২ পাইলট, ২ কেবিন ক্রু এবং ২ গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে নিয়ে শুক্রবার রাত ১০টা ৩১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

আহত যাত্রীদের মধ্যে ৩ জনকে অ্যাপোলো হাসপাতালে এবং ১ জন পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে সরাসরি পাঠিয়ে দেয়া হয়েছে।

আহত যাত্রীদের গ্রহণ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত ছিলেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ