আজকের শিরোনাম :

শেখ হাসিনাকে সমবেদনা জানাতে ভুটানের প্রধানমন্ত্রীর ফোন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ১৯:০৯

শ্রীলঙ্কার হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় শিশু জায়ানের মৃত্যুতে টেলিফোন করে সমবেদনা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন তিনি।

এ সময় লোটে শেরিং শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় জায়ান চৌধুরীসহ বোমা হামলায় হতাহতের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

প্রসঙ্গত, গত রোববার শ্রীলঙ্কার গির্জা ও হোটেলসহ আটটি স্থানে বোমা হামলা হয়। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় মোট ৪৫ শিশু নিহত হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীরও প্রাণহানি হয়, আহত হয় তার জামাতাও। জায়ানের মৃত্যুতে মঙ্গলবার ব্রুনাই সফর থেকে ফিরে বিমানবন্দরেই শেখ সেলিমের কাঁধে হাত রেখে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার বনানীতে জায়ান চৌধুরীকে সমাহিত করা হয়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ