আজকের শিরোনাম :

বিআরটিসির ঈদ স্পেশাল বাসের টিকিট বিক্রি শুরু কাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০১৮, ১৩:৫২ | আপডেট : ০৪ জুন ২০১৮, ১৫:৫০

ঢাকা, ০৪ জুন, এবিনিউজ : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) স্পেশাল সার্ভিসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল মঙ্গলবার।

আজ সোমবার সকালে ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসির স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে।
 
মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 
 
ঈদ স্পেশাল সার্ভিসে এবার থাকছে ৯০৪টি বাস। জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।
 
রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ হতে বিভিন্ন রুটের (ঢাকা হতে) আগাম টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ