আজকের শিরোনাম :

‘রাজধানীর ফলে ফরমালিনের অস্তিত্ব মেলেনি’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ১৮:৫৫

আসন্ন রমজানকে সামনে রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষে রাজধানীর ফলের দোকানগুলোতে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) থেকে বিশেষ অভিযান শুরু করেছে বিএসটিআই। প্রথমদিনে কোনো ফলে রাসায়নিকের অস্তিত্ব পাওয়া যায়নি। উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধরনের অভিযানকে অব্যাহত রাখার দাবি ব্যবসায়ীদের।

রমজানের বাকি আর মাত্র কয়েক দিন। আর এই রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে ফরমালিনযুক্ত ফল বাজারে বিক্রি করতে না পারে সেজন্য বৃহস্পতিবার সকাল থেকে অভিযানে নামে বিএসটিআই।

অভিযানের শুরুতে বিএসটিআইয়ের সদস্যরা বিভিন্ন দোকান থেকে নানা ধরনের ফল সংগ্রহ করে। এরপর বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে ফলগুলো পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে দোকান মালিকের উপস্থিতিতে জানিয়ে দেওয়া হয় ফলাফল।

বিএসটিআইয়ের এ অভিযানকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলেন, শুধু রমজান মাস নয়, প্রয়োজন সারা বছর অভিযান।

বিএসটিআই জানায়, রাস্তার পাশের দোকান থেকে বড় শপিংমল কোনো জায়গার ফলেই মেলেনি ফরমালিনের অস্তিত্ব। অব্যাহত অভিযানের কারণেই এটা সম্ভব হয়েছে বলেও জানান তারা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযান চলবে রমজান মাস জুড়ে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ