আজকের শিরোনাম :

পহেলা বৈশাখে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০১৯, ১৮:০৫

বাংলা বর্ষবরণে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ যান চলাচলে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। এরমধ্যে রয়েছে সড়ক বন্ধ, ডাইভারশন, বিকল্প রুট এবং পার্কিং-এর ব্যবস্থা।

মিরপুর রোড দিয়ে যেসব গাড়ি গুলিস্তানে যাবে সেগুলোকে সায়েন্স ল্যাবরেটরি-আজিমপুর ও চানখারপুল দিয়ে গুলিস্তানে যেতে বলা হয়েছে। এ ছাড়া রাসেল স্কয়ার থেকে যানবাহনগুলো কারওয়ান বাজার মোড়-মগবাজার-কাকরাইল হয়ে গুলিস্তান যাবে।

অন্যদিকে মহাখালী থেকে সাত রাস্তা হয়ে মগবাজার-কাকরাইল হয়ে গুলিস্তান যেতে বলা হয়েছে।

ফার্মগেট থেকে সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক দিয়ে খিলগাঁও এবং ফার্মগেট থেকে মতিঝিলের গাড়িগুলো যাবে সোনারগাঁও-বাংলামোটর-মৌচাক-কাকরাইল চার্চ ও পল্টন হয়ে।

রাস্তা বন্ধ থাকবে বাংলামোটর থেকে রূপসী বাংলা, শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত। আবার রূপসী বাংলা থেকে কাকরাইল, মৎস্য ভবন থেকে কদম ফোয়ারার রাস্তাও বন্ধ থাকবে।

এছাড়া মৎস্য ভবন হতে শাহবাগ-কাঁটাবন এবং পলাশী হতে শহীদ মিনার, দোয়েল চত্বর হতে হাইকোর্ট ক্রসিং এবং বকশীবাজার থেকে শহীদ মিনার হয়ে টিএসসির রাস্তা বন্ধ থাকবে। 

গাড়ি পার্কিং করা যাবে হলি ফ্যামিলি হাসপাতাল রোড, পুরাতন এ্যালিফ্যান্ট রোড, আব্দুল গণি রোড ও ফুলবাড়িয়ায়।

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি থাকবে মৎসভবন থেকে কার্পেট গলি ও শিল্পকলা একাডেমীর গলিতে।

ভিআইপি ও গণমাধ্যমের গাড়ি থাকবে সুগন্ধা থেকে অফিসার্স ক্লাব ও নীলক্ষেত হয়ে পলাশী পর্যন্ত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ