আজকের শিরোনাম :

জাতিসংঘ বাংলাদেশ’র বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৫৭ | আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ২০:৪৯

‘সহায়ক প্রযুক্তি, সক্রিয় অংশগ্রহণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতিসংঘ বাংলাদেশ ও প্রতিবন্ধী ফাউন্ডেশন, জাতিসংঘ তথ্য কেন্দ্র ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহায়তায় আজ বুধবার ফাউন্ডেশনের অডিটরিয়ামে অটিজম আক্রান্ত এবং আক্রান্ত নয় এমন শিশুদের নিয়ে এক আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়া অটিজমে আক্রান্ত শিশুদের অভিভাকদের নিয়ে এক প্রশিক্ষন আয়োজন এর পরিকল্পনা নেওয়া হয়েছে।  আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশ এর কান্ট্রি প্রতিনিধি ডাঃ অসা টোরকেলসন, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী ডাঃ শামীম ফেরদৌস এবং কল্যানী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

শুরুতে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন তথ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ড. মোহাম্মদ মনিরুজ্জামান।এছাড়া শিশুদের আকা একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক শিশু ও অভিভাক, শিক্ষক এবং অন্যান্য আতিথি অংশগ্রহণ করেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ