আজকের শিরোনাম :

বারবার কেনো ডিএনসিসি মার্কেটে আগুন, প্রশ্ন আতিকুলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০৯:২২ | আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১১:৪৬

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার একদিন পরেই আবার আগুন লেগেছে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে। শনিবার (৩০ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে এ মার্কেটে আগুন লাগে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুনের ঘটনা পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বারবার কেনো এই মার্কেটে আগুন তা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধান করার।

মেয়র বলেন, ২০১৭ সালের ৩ জানুয়ারিতে একই জায়গায় আগুন লেগেছিল।

তিনি আরো বলেন, জানতে পেরেছি পারফিউমের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনও পুরাপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।

এ সময় তিনি বলেন আমার বিশ্বাস সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। তাদের কোনো অসুবিধা যেনো না হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনী এবং নৌবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আগুনের কারণ এখনো জানা যায়নি।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ