আজকের শিরোনাম :

বনানীর ভবনে আগুন : ফের উদ্ধার কাজ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ১০:২০

বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে বৃহস্পতিবার অগ্নিকা-ের পর আজ শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে। 

আগুনে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আনোয়ার।

তিনি জানান, আগুন রাতে নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার কাজ বন্ধ রাখা হয়, তবে আবার যেন আগুন ছড়িয়ে পরতে না পারে তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সারারাতই ঘটনাস্থলে ছিল।


ভেতরে এখনো মৃতদেহ পাওয়া যাওয়ার সম্ভাবনাও সম্পূর্ণ নাকচ করে দেননি আনোয়ার।

আগুন নিয়ন্ত্রণে আনতে কেন এত সময় লাগল- এ প্রশ্নের উত্তরে আনোয়ার বলেন, ‘একটি বহুতল ভবনের জন্য যে রকম অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকার কথা, সে রকম আমরা দেখতে পাইনি। এ ছাড়া বহুতল ভবনে আগুন নেভানোর জন্য যেসব গাড়ি প্রয়োজন সেগুলো দূর থেকে নিয়ে আসার কারণে এবং রাস্তায় যানজট থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

আগুন লাগার ৪ ঘণ্টার বেশি সময় পরে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে এ কাজে দমকল বাহিনীর ১৭টি ইউনিট কাজ করে। সেই সঙ্গে যোগ দেয় অন্যান্য বাহিনীও। পরে তাদের সাথে সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে কাজ শুরু করে। সাথে স্থানীয় মানুষেরাও যোগ দেন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ