আজকের শিরোনাম :

চতুর্থ ধাপের পাঁচ উপজেলার নির্বাচন স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৯, ০১:০০

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের নির্বাচনে অনিয়ম, সহিংসতা ও আইনি জটিলতার কারণে পাঁচ উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, অনিয়মের কারণে ময়মনসিংহের ত্রিশাল ও সহিংসতার কারণে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে আইনি জটিলতার কারণে আরও তিনটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এগুলো হলো- কুমিল্লার বরুড়া, ফেনীর ছাগলনাইয়া ও খুলনার ডুমুরিয়া উপজেলা।

কমিশনের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রির্টার্নিং অফিসারকে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

প্রসঙ্গত, ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। এই পাঁচটি উপজেলার ভোটগ্রহণ স্থগিত হওয়ায় এখন পর্যন্ত ১২২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ