আন্তর্জাতিক গণমাধ্যমে বনানীর আগুন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ১৮:৫৪

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর এসেছে বিশ্বগণমাধ্যমেও। যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট নিউজ তাদের সংবাদে তুলে এনেছে এই অগ্নিকাণ্ডের খবর। জানিয়েছে আগুন থেকে বাঁচতে অনেকেই লাফ দিচ্ছেন ১৯ তলা ভবনটি থেকে।

খবর এসেছে নিউইয়র্ক টাইমসেও। সেখানে জানানো হয়েছে আগুনে পড়তে থাকা ভবন থেকে লাফিয়ে পড়ছেন অনেকে।

একই ধরণের তথ্য জানানো হয় ডেইলি সাবাহ নিউজেও। সেখানেও তুলে ধরা হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর।

 বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অনেকে। ভবনটির ভেতরে এখনো বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ