আজকের শিরোনাম :

বনানীর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৯, ১৮:০৬

রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আসেনি। অক্লান্ত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে আগেই যোগ দিয়েছে নৌবাহিনী ও বিমান বাহিনীর কয়েকটি ইউনিট। পরে সেনাবাহিনীর একটি ইউনিটও উদ্ধার কাজে যোগ দেয়।

আগুন থেকে বাঁচতে ভবনের নিচে নামার চেষ্টা করছেন আটকে পড়া বহু মানুষ। অনেকে বাঁচতে গিয়ে ভবনের ছাদে অবস্থান নিয়েছেন। অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন।  এদিকে, আগুনে নেভাতে নৌবাহিনীর তিনটি হেলিকপ্টার ঘটনাস্থলে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে। এতে ওই ভবনে আটকা পড়েন বহু মানুষ। ধারণা করে বলা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ