আজকের শিরোনাম :

রাতেই ব্যালটে সিল মারায় কটিয়াদীতে ভোট স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০১৯, ১১:০৮

রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ রবিবার সকাল ৮টা থেকে এ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। ২ ঘণ্টা পর ভোটগ্রহণ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে সকাল ১০টার দিকে ভোট স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে এই অভিযোগে প্রথমে পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রেখে বাকি ৮৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। পরে ৮৯টি কেন্দ্রের সব কটিতে ভোটগ্রহণ বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

একই সঙ্গে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ও কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. তাজুল ইসলাম।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সারা দেশের ২৫টি জেলার মোট ১১৭টি উপজেলায় আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে এই ভোট গ্রহণ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ