আজকের শিরোনাম :

অবৈধ অস্ত্রধারীরাই বাঘাইছড়ি হত্যাকাণ্ডে জড়িত: তদন্ত কমিটি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ২০:২৬

অবৈধ অস্ত্রধারীরাই রাঙ্গামাটির বাঘাইছড়িতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী। বৃহস্পতিবার দুপুরে তিনি সাংবাদিকদের এমন তথ্য জানান।

তিনি বলেন: এই হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে মনে হচ্ছে, তবে এটা করা হয়েছে তা নিশ্চিত নয়। তারা দুস্কৃতিকারী বলে মনে করি।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন শেষে সংঘটিত সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটি বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

গত ১৮ মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এ সময় গাড়িতে থাকা সকলেই হতাহত হয়। নিহত হয় ৭ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ