আজকের শিরোনাম :

মশক নিয়ন্ত্রণের পাশাপাশি ড্রেনগুলোরও সংস্কার করা হবে : ডিএনসিসি মেয়র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ২১:১০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘মশক নিয়ন্ত্রণ করতে আমাদের যা কিছু আছে তা দিয়েই সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি মার্কেটে ‘মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম’ সম্পর্কিত মতবিনিময় সভায় মেয়র এ কথা বলেন।

মশক নিধন ও ড্রেনেজ ব্যবস্থার প্রসঙ্গ উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, ‘মশক নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে ড্রেনগুলোরও সংস্কার করা হবে। কারণ বর্ষা চলে আসছে, ড্রেনগুলোও পরিষ্কার করতে হবে।’

ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে আতিকুল ইসলাম বলেন, ‘যেকোন স্থানে হঠাৎ করে আমি পরিদর্শনে যাবো। সে সময় যদি দেখি কেউ দায়িত্বে অবহেলা করছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।’

মতবিনিময় সভায় ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন, ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ