আজকের শিরোনাম :

নুরের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০১৯, ২১:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত ভিপি নুরুল হক নুরসহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। রোকেয়া হলের প্রভোস্ট ড. জিনাত হুদাকে লাঞ্ছিত করার মামলায় প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী মামলাটির এজাহার গ্রহণ করে আগামী ১৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

এর আগে সোমবার ঢাবির নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারজুকা রায়না শাহবাগ থানায় নুরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন। এতে অজ্ঞাত পরিচয় ৩০-৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অপর তিনজন হলেন জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ