আজকের শিরোনাম :

বুড়িগঙ্গায় নৌকাডুবি : আরও ৪ লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০১৯, ১১:২৬ | আপডেট : ০৯ মার্চ ২০১৯, ১৩:৩৮

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার যাত্রী আরও ৪ জনের লাশ উদ্ধার করেছের ডুবুরিরা।

বাকি একজনের খোঁজে আজ শনিবার তৃতীয় দিনের মতো নদীতে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশ।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক শনিরার সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল জাদুঘর বরাবর নদী থেকে মাহি (৬) নামে একটি শিশুর লাশ পাওয়ার কথা জানান। 

এর পর দুপুরে দেলোয়ার (২৮) ও তার ছেলে জুনায়েদ (৬ মাস) ও মাহির বোন মিম (৮) নামে আরও ৩ জনের লাশ উদ্ধারের কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ সিকদার।

তিনি বলেন, মিম ও মাহির মা সাহেদা বেগম (৩২) এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ চলছে।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কামরাঙ্গীরচর থেকে একই পরিবারের সাত যাত্রী নিয়ে একটি নৌকা সদরঘাট টার্মিনালের দিকে যাচ্ছিল। সেখান থেকে লঞ্চে করে ফরিদপুরে এক বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের। একই সময়ে টার্মিনাল থেকে বরিশালের দিকে ছেড়ে যাচ্ছিল লঞ্চ সুরভী। সে সময় ব্যাকগিয়ার দিতে গিয়ে সুরভীর পেছনে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এতে ছয় যাত্রী নিখোঁজ হন। 

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ