আজকের শিরোনাম :

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০১৯, ২১:৩৮

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ফিলিপ কোহ’র তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।

সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক আবু নাছের রিজভী জানিয়েছেন: অবস্থার আরো উন্নতি হলো বাইপাস সার্জারি করা হতে পারে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টার সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়। রাতেই তাকে হৃদরোগ সার্জন ফিলিপ কোহ’র তত্ত্বাবধায়নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়।

মঙ্গলবার সকাল ১০টায় ডাক্তার ফিলিপ কোহ তার টিম নিয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা করেন।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিয়াক বিভাগের চিকিৎসকরাও ওবায়দুল কাদেরের চিকিৎসার খোঁজ রাখছেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অবস্থার আরো উন্নতি হলো বাইপাস করার সিদ্ধান্ত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে থাকা অবস্থায় ওবায়দুল কাদেরের রক্তে সংক্রমণসহ যেসব জটিলতা ছিলো সেসবও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ