আজকের শিরোনাম :

৭০.৪ শতাংশ গণপরিবহন চালক দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন: জরিপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

৭০ দশমিক ৪ শতাংশ গণপরিবহনের চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন মানবিক সাহায্য সংস্থা এমএসএস। তবে বাকি ১২ দশমিক ২২ শতাংশ ডান চোখ এবং ১৪ দশমিক ৪৯ শতাংশ চালক বাম চোখের সমস্যায় ভুগছেন। এ পরিসংখ্যান এমএসএস’র সঙ্গে চালকদের মৌখিক জরিপের ভিত্তিতে পাওয়া গেছে। 
রবিবার থেকে রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে চোখের মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। ফলে এ তথ্যের বৈজ্ঞানিক ভিত্তিতে প্রমাণ পাওয়া যাবে।

সংস্থাটি জানায়, গত ১ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ঢাকার ৭টি বাস-ট্রাক টার্মিনালে ৫০০ জন গণপরিবহন চালকদের ওপর প্রাথমিকভাবে প্রশ্নের উত্তরের ভিত্তিতে এ জরিপটি করা হয়েছে। 

সেখানে ২০২ জন বাসচালক, ৪৭ মিনিবাসচালক, ১২০ লরিচালক এবং ১৩১ জন ছিলেন ট্রাকচালক। এদের মধ্যে ৪৩৭ জন আন্তঃজেলা রুটের ও ৬৩ জন মহানগর রুটের চালক। তাদের বয়স ৩১ থেকে ৪০ বছর। আর এসব চালকদের কাজের অভিজ্ঞতা ১০ বছরের উপরে। 

এ সময় জরিপের ফলাফল উপস্থাপন করেন ‘আই কেয়ার প্রজেক্টে’র উপদেষ্টা তারিকুল গণি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমএসএস চেয়ারম্যান ফিরোজ এম হাসান ও সহকারী পরিচালক স্বপ্না রেজা প্রমুখ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ