আজকের শিরোনাম :

চকবাজার থেকে কেমিক্যালের মজুত অপসারণ শুরু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৮

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা এলাকার রাসায়নিকের মজুত অপসারণ শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপারেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই অপসারণ কার্যক্রম শুরু করেন।

গত বুধবার (২০ ফেব্রুয়ারি) ভয়াবহ আগুনে ৬৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হাজী ওয়াহেদ ম্যানশন ভবনের বেজমেন্ট থেকে রাসায়নিকের অপসারণের মধ্য এই কার্যক্রমের শুরু করেন ডিএসসিসি মেয়র।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কয়েকদিন আগে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এর দুই দিন পরই এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ওয়াহেদ ম্যানশনে থাকা কেমিক্যাল গোডাউন অপসারণের মধ্য দিয়ে পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন উচ্ছেদ কার্যক্রম শুরু হলো।’

মেয়র বলেন, ‘এখনও যেসব বাড়ির মালিকেরা কেমিক্যাল গোডাউন অপসারণের উদ্যোগ নেননি, সেসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

যতক্ষণ পর্যন্ত পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন অপসারণ না হবে ততক্ষণ এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সবার সহযোগিতা চেয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার একেক এলাকায় লাখ লাখ বাড়িঘর রয়েছে। আমরা আশা করবো স্থানীয়রা আমাদের সহায়তা করবেন। পার্শ্ববর্তী কোনও বাড়িতে কেমিক্যাল গোডাউন দেখতে পেলে আমাদের জানাবেন, পুলিশকে জানাবেন। কারও বাড়িতে কেমিক্যাল গোডাউন থাকলে দ্রুত সরিয়ে নিন। নয়তো বাড়ির মালিককেও আইনের আওতায় আনা হবে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ