আজকের শিরোনাম :

‘পুরান ঢাকায় দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেবো না’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘রাজধানীর পুরান ঢাকায় আর দাহ্য পদার্থের গোডাউন রাখতে দেওয়া হবে না।’

মেয়র বলেন, ‘পুরান ঢাকা থেকে কেমিক্যাল ও দাহ্য পদার্থের গোডাউন উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই আর এখানে কেমিক্যাল গোডাউন রাখতে দেব না। এ জন্য কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর মেয়র এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, ‘এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার রাত সাড়ে ১০টার পর চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ