গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন : শিল্পমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সংঘটিত হয়েছে বলে মনে করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন শিল্পমন্ত্রী। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

মন্ত্রী বলেন, ‘চকবাজার এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে হয়েছে। এরপরও এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান, প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অগ্নি দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ দেয়ার জন্য ইতিমধ্যে ১২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিবেদন পাওয়ার পর সে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত কেমিক্যাল ও প্লাস্টিক কারখানাগুলো পরিবেশবান্ধব ও নিরাপদ জায়গায় স্থানান্তরের লক্ষ্যে ইতিমধ্যে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

কেমিক্যাল কারখানা স্থানাস্তরের জন্য কেরানীগঞ্জে ৫০ একর জমির ওপর ‘বিসিক কেমিক্যাল পল্লী প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে। ৯৩৬টি প্লটের এ প্রকল্প ২০২১ সালের জুনে বাস্তবায়িত হবে বলে জানান মন্ত্রী।

এছাড়া, প্লাস্টিক শিল্পর উন্নয়নে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বরবর্তা মৌজায় ৫০ একর জমি নিয়ে ‘বিসিক প্লাস্টিক শিল্পনগরী’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে থাকছে ৩৬০টি প্লট।

মন্ত্রী বলেন, ‘দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হবে।’

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল হালিম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম আজাদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাছির উদ্দিন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ