আজকের শিরোনাম :

জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০১৮, ১২:১২ | আপডেট : ৩০ মে ২০১৮, ১৩:৩২

ঢাকা, ৩০ মে, এবিনিউজ : রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর ফিতরার হার সর্বনিম্ন ৬৫ টাকা ও সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ছিল।

আজ বুধবার রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়।

এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম ৭০ টাকা, যবের দাম ৫০০ টাকা, কিসমিস ১৩২০ টাকা, খেজুর ১৯৮০ টাকা এবং পনিরের ২৩১০ টাকা ধরে এ ফিতরা হিসাব করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ