আজকের শিরোনাম :

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝড়ো হাওয়া

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৫

ফাল্গুনের শুরুতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।

আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শুধু ঢাকাতেই ২৭ মি.মি. বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা এবং ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, ধীরে ধীরে মেঘ কেটে যাবে এবং সন্ধ্যার পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উপ-হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। উত্তর পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিট এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ