আজকের শিরোনাম :

আত্মসমর্পণের মঞ্চ প্রস্তুত : অপেক্ষায় ইয়াবা কারবারিরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৯

টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে ইয়াবা কারবারিদের আত্মসমর্পণের জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশপ্রধানও পৌঁছে গেছেন সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে প্রতীকীভাবে ইয়াবা ট্যাবলেট জমা দিয়ে আত্মসমর্পণ করবে গডফাদারসহ শতাধিকের বেশি ইয়াবা ব্যবসায়ী। সেফহোমে থাকা ইয়াবা কারবারিদের সড়কপথে টেকনাফ আনা হয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা টেকনাফে অবস্থান করছেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে গত বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৈরি সর্বশেষ তালিকায় ‘গডফাদার’ হিসেবে চিহ্নিত ৭৩ জনের মধ্যে অন্তত ৩০ জন রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

তিনি বলেন, ‘আত্মসমর্পণ অনুষ্ঠান সফল করতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা গত এক সপ্তাহ ধরে কক্সবাজার অবস্থান করে সার্বিক প্রস্তুতির তত্ত্বাবধান করেছেন।’

এসপি মাসুদ বলেন, ‘ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্মতি জানানোর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে জেলা পুলিশও তৎপরতা শুরু করে। এতে অনেক ইয়াবা ব্যবসায়ী সাড়া দিয়ে নিজেরাই উদ্যোগী হয়ে নিরাপদ হেফাজতে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কক্সবাজারের ১ হাজার ১৫১ জন ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ১০২ জন আত্মসমর্পণে সম্মত হয়ে নিরাপদ হেফাজতে এসেছেন। সরকারি তালিকার শীর্ষ গডফাদার হিসেবে চিহ্নিত ৭৩ জনের মধ্যে ৩০ জনের বেশি রয়েছেন আত্মসমর্পণকারীদের তালিকায়।’

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ